Logo

সাহিত্য সংস্কৃতি    >>   যুক্তরাষ্ট্রে শিক্ষকতার সুযোগ, শেখাতে হবে বাংলা

যুক্তরাষ্ট্রে শিক্ষকতার সুযোগ, শেখাতে হবে বাংলা

যুক্তরাষ্ট্রে শিক্ষকতার সুযোগ, শেখাতে হবে বাংলা

স্কলারশিপের মাধ্যমে সেসব বাংলাদেশি তরুণ-তরুণী যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করতে চান, তাদের জন্য বড় সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি যেসব তরুণ শিক্ষকতা পেশায় নিযুক্ত আছেন (আমেরিকার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান অথবা ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক) তারা ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্ট (এফএলটিএ) স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

ফুলব্রাইট এফএলটিএ প্রোগ্রামে আমেরিকায় যাওয়া ফেলোরা সেখানকার শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। ফেলো এবং তাদের শিক্ষার্থীদের একে অপরের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ থাকবে এ প্রোগ্রামে। ফুলব্রাইটে অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা করতে পারবেন। প্রতি সেমিস্টারে কমপক্ষে দুটি কোর্স করবেন। এর মধ্যে একটি আমেরিকান স্টাডিজের। 

যারা আবেদন করতে পারবেন

  1. বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
  2. বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  3. ইংরেজিতে পারদর্শী হতে হবে।
  4. টোয়েফলে ন্যূনতম ৮০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে।
  5. আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে।
  6. যথাযথভাবে আবেদন করতে হবে আগ্রহীদের।

বৃত্তির সুযোগ-সুবিধা

৯ মাস মেয়াদি নন-ডিগ্রি এ প্রোগ্রামে বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা বিনা খরচে যুক্তরাষ্ট্রের কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন। পেশাগত দক্ষতা অর্জন ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন।

আবেদন শেষ তারিখ

প্রথমে আবেদনকারীকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নির্দেশাবলী অনুসরণ করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর ২৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। ওইদিন বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে   ক্লিক করুন





P.S 220 Winter concert

P.S 220 Winter concert